পেসারদের জন্য ভিন্ন নিয়মে ক্রিকেটের আকর্ষণ নষ্ট হতে চলেছে বলে আইসিসির সমালোচনা করলেন পাকিস্তানের তারকা পেস বোলার শোয়েব আখতার।
পাক এই পেসার বলেন, 'আইসিসি-কে বুঝতে হবে পেসারদের সঙ্গে ব্যাটসম্যানদের টক্করই খেলার সেরা আকর্ষণ। কিন্তু পেসারদের নিয়মের জালে বেঁধে ক্রিকেটকে ব্যাটসম্যানদের খেলা করে দেওয়া হচ্ছে।'
তিনি আরও বলেন, 'এই কারণেই এখন আর অতীতের মতো ভাল মানের পেসার দেখা যাচ্ছে না। নিয়মের জালের পেসারদের আটকে রাখলে চলবে না।'
এই নিয়মকানুন থেকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে সরে আসার আহ্বান জানিয়েছে তিনি। তবে পাক পেসারের এই সমালোচনায় এবার দেখার বিষয় আইসিসি বোলারদের নিয়ম সংশোধন করে কি না।
বিডি প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৬/হিমেল