বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ব্রাজিল ফুটবল সেনসেশন নেইমার। স্প্যানিশ সময় রবিবার সকালে বিমানবন্দরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে আহত হননি বার্সেলোনা সুপারস্টার।
স্প্যানিশ সংবাদ মাধ্যম জানায়, লা লিগায় আজ রাতেই রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে বার্সেলোনার। এই ম্যাচে খেলার জন্যই নেইমার তার ফেরারি গাড়ি নিয়ে বিমান বন্দরে যাচ্ছিলেন দলের সঙ্গে যোগ দিতে। সেখান থেকেই সান সেবাস্তিয়ানের ফ্লাইট ধরার কথা তাদের; কিন্তু পথিমধ্যেই তার ফেরারি গাড়িটা দুর্ঘটনার শিকার হয়।
নেইমারের গাড়ি বেশ ভালোভাবেই ধাক্কা খেয়েছিল। বার কয়েক পাক খেয়ে উল্টো দিকে ঘুরে যায় তার ফেরারি। ক্লাবের একটি সূত্র এএফপিকে নিশ্চিত করেছেন, দুর্ঘটনার সময় নেইমার গাড়ির ভেতরে থাকলেও তিনি আহত হননি। তাই রাতের ম্যাচে তার খেলার ব্যাপারে আশাবাদী বলে সূত্রটি জানায়।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৬/মাহবুব