জিম্বাবুয়েকে হারিয়ে তিন জাতির ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। রবিবার ফাইনালে স্বাগতিক জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লঙ্কানরা।
এর আগে, ওয়েস্ট ইন্ডিজকে টপকে ফাইনালে জায়গা করে নেওয়া জিম্বাবুয়ে প্রথমে ব্যাটিং করে সবক'টি উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। জবাবে ৩৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
জিম্বাবুয়ের হয়ে ওপেনার হ্যামিলটন মাসাকাদজা ১০ এবং পিটার মুর ১ রান করে বিদায় নেন। মিডল অর্ডারে ৩৬ রান করেন অভিষিক্ত মুসাকানদা। ২৫ রান আসে আরভিনের ব্যাট থেকে। এছাড়া, শেন উইলিয়ামস ৩৫, তিরিপানো ১০, ওয়ালকার ১৪ রান করেন। শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট দখল করেন ভ্যানডারসে এবং গুনারত্নে।
সহজ টার্গেটে ব্যাট করতে নেমে ৪২ রানের মধ্যে সফরকারীদের ৩ উইকেট তুলে নেন স্বাগতিকরা। এরপর কুশল মেন্ডিস ও উপুল থারাঙ্গার ব্যাটে প্রাথমিক বিপর্যয়ে কাটিয়ে জয়ের কাছাকাছি পৌছে যায় লঙ্কানরা। কুশল মেন্ডিস ৫৭ রান করে ফিরলেও সমান ৫৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন থারাঙ্গা।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৬/মাহবুব