নিজেদের মাঠে প্রিমিয়ার লিগের নিচের দিকের দল ওয়েস্ট হ্যামের কাছে পয়েন্ট খুইয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার স্থানীয় সময় বিকেলে ওয়েস্ট হ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জোসে মরিনিয়োর শিষ্যরা। ইংল্যান্ডের অন্যতম সফল দলটির চলতি লিগে এটি পঞ্চম ড্র।
স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দিয়ে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। দিমিত্রি পায়েতের ফ্রি কিকে ঝাঁপিয়ে নেওয়া হেডে লক্ষ্যভেদ করেন দিয়াফ্রা সাকো।
২১তম মিনিটে ইব্রাহিমোভিচের নৈপুণ্যে সমতায় ফেরে ইউনাইটেড। পল পগবার ক্রসে মাথার পেছন দিয়ে হেড করে বল জালে জড়িয়ে দেন সুইডেনের এই স্ট্রাইকার।
১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। ষোড়শ স্থানে থাকা ওয়েস্ট হ্যামের পয়েন্ট ১২।
বিডি প্রতিদিন/ ২৮ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৮