মেয়েদের চলতি টি-টোয়েন্টি এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ৬৪ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে দিয়েছে।
ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে টস হেরে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৬ উইকেটে মোট ৮৮ রান সংগ্রহ করে তারা। জবাবে ১৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে থাইল্যান্ডের মেয়েরা সংগ্রহ করে মাত্র ৫৩ রান।
এই জয়ের মাধ্যমে ছয় দলের মধ্যে তৃতীয় স্থানে উঠেছে বাংলাদেশ। দুই ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে শীর্ষে যথাক্রমে ভারত ও পাকিস্তান। আর শ্রীলঙ্কা ও নেপাল একটি করে ম্যাচ খেলে হেরেছে। অন্যদিকে থাইল্যান্ড দুই ম্যাচের প্রতিটি হেরেছে।
আগামীকাল নেপালের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/ফারজানা