এক বছরে পাঁচশ’ রান ও পঞ্চাশ উইকেট নেওয়ার অভিজাত ক্লাবে প্রবেশ করেছেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের হয়ে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই কর্তিত্ব অর্জন করলেন তিনি।
অশ্বিন ছাড়াও এর আগে ভারতের হয়ে এমন দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন ৮৩’র বিশ্বকাপ জয়ী কপিল দেব। একবার নয়, দু’বার এমন অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন কপিল। তিনি এক বছরে পাঁচশ’ রানের পাশাপাশি পঞ্চাশ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন। তবে তার ম্যাচ খেলতে হয়েছিল যথাক্রমে ১৭ ও ১৮টি।
অশ্বিন পঞ্চাশ উইকেট নিয়েছেন আগেই। মোহালিতে ইংল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় টেস্টে রানের মাইলফলক ছুঁয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান ত্রিশ বছর বয়সী এ অফস্পিন অলরাউন্ডার। নাম লেখান স্বদেশী কিংবদন্তি কপিল দেবের পাশে।
চলতি বছর দশম টেস্টে এসে এমন নজির গড়লেন টেস্টের নাম্বার ওয়ান অলরাউন্ডার। মোহালি টেস্টের আগে ৯ ম্যাচে তার রান সংগ্রহ ছিল ৪৭৩। উইকেট ৫৫টি। ২৭ রান করতেই রেকর্ড-বুকে ঢুকে পড়েন। মোহালি টেস্টে প্রথম ইনিংসে সাত নম্বরে নেমে ৭২ রানের ইনিংস উপহার দেন অশ্বিন।
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/তাফসীর-৮