মোহালি টেস্ট নিজের করে নিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। এই টেস্টের প্রথম ইনিংসে ১ উইকেট ও ৭২ রানের লড়াকু ইনিংস খেলার পর ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও বল হাতেও নিয়েছেন তিনটি উইকেট। আর তার এই ঘূর্ণি যাদুতে মাত্র ৭৮ রানেই চার উইকেট হারিয়ে ফের পরাজয়ের পথে সফরকারী ইংল্যান্ড। মোহালি টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে এখনও ইংল্যান্ড পিছিয়ে আছে ৫৬ রানে।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ২৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ২০৪ রান জমা করতেই ছয়টি উইকেট হারিয়েছিল ভারত। সাজঘরে ফিরেছিলেন দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক বিরাট কোহলিও। সে সময় লিড নেওয়ার আশাই জেগেছিল ইংলিশ শিবিরে। কিন্তু সেখান থেকে ভারতকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। সপ্তম উইকেটে তাঁরা গড়েছিলেন ৯৭ রানের জুটি। আজ তৃতীয় দিনের প্রথম সেশনে সাজঘরে ফেরার আগে অশ্বিন করেছেন ৭২ রান। জাদেজা আউট হন ৯০ রান করে। যাদবের ব্যাট থেকে এসেছে ৫৫ রান। বোলারদের ভালো ব্যাটিং নৈপুণ্যে ভারত প্রথম ইনিংসে পেয়েছিল ১৩৪ রানের লিড।
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড পড়েছে ব্যাটিং বিপর্যয়ের মুখে। দলীয় মাত্র ২৭ রানের মাথায় হারিয়েছে অধিনায়ক অ্যালিস্টার কুকের (১২) উইকেট। মইন আলী সাজঘরমুখী হয়েছেন মাত্র ৫ রান করে। তৃতীয় উইকেটে ৩১ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন জো রুট ও জনি বেয়ারস্টো। কিন্তু ইনিংসের ৩২তম ওভারে ১৫ রান করেই সাজঘেরে ফিরতে হয়েছে বেয়ারস্টোকে। দিনের শেষ ওভারে বেন স্টোকসকেও আউট করে ভারতকে ভালো অবস্থানে নিয়ে গেছেন অশ্বিন। ৩৬ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন জো রুট।
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৬