ক্রিকেট এক অনিশ্চয়তার খেলা। আর টি২০ ক্রিকেট শুরু হওয়ার পর থেকে তো চারিদিকে রেকর্ডের ছড়াছড়ি। এমন এমন সব রেকর্ড হচ্ছে চারিদিকে, যা কল্পনাতেও আসতো না কোনদিন। এরকমই একটা রেকর্ড হয়েছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ প্রতিযোগিতায়।
২০১২ সালে খেলা হচ্ছিল হোবার্ট হ্যারিকেন্স বনাম মেলবোর্ন স্টার্সের মধ্যে। ওই ম্যাচে মাত্র ১ বলে ২০ রান করেন ট্রাভিস বার্ট! হ্যাঁ, আপনি ঠিকই পড়লেন। এক বলে ২০ রান! আর এতেই হয়ে যায় বিশ্বরেকর্ড।
আসলে ওভারের একটি বলে তিনি ছয় মারেন। এর পরের দুটো বলেই তিনি ফের ছক্কা মারেন। এবং পরের দুটো বলই নো বল করেন বোলার। তাই এক বলে ২০ রান করা হয়ে যায় বার্টের। ওই ম্যাচে বার্ট মাত্র ২২ বলে ৫০ রান করেন। এবার দেখে নিন সেই ভিডিওটা-
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৬/হিমেল