দ্বিতীয় নতুন বলে দুর্দান্ত বোলিং আর পাকিস্তানের বাজে ব্যাটিংয়ে শেষ সেশনে ৯ উইকেট নিয়ে হ্যামিল্টন টেস্টে পাকিস্তানকে ১৩৮ রানে হারিয়েছে নিউ জিল্যান্ড। ২ টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে পাকিস্তানকে হোয়াইওয়াশ করল নিউজিল্যান্ড। এর মাধ্যমে ১৯৮৫ সালের পর পাকিস্তানের বিপক্ষে আবারও সিরিজ জিতল নিউজিল্যান্ড।
জয়ের জন্য মঙ্গলবার শেষ দিন পাকিস্তানের প্রয়োজন ছিল ৩৬৮ রান। প্রায় অসম্ভব সেই লক্ষ্যের পেছনে ছোটেনি পাকিস্তান। আজহার আলি ও সামি আসলামের ব্যাটে ছিল ম্যাচ বাঁচানোর চেষ্টা। চোয়ালবদ্ধ ব্যাটিংয়ে দারুণ ভিত্তি গড়ে দিতে পেরেছিলেন দুই ওপেনার। আজহারকে বোল্ড করে ১৩১ রানের জুটি ভাঙেন মিচেল স্যান্টনার। সোয়া চার ঘণ্টা উইকেটে থেকে ৫৮ রান করেন পাকিস্তানের এই ম্যাচের অধিনায়ক।
আসলাম টিকে ছিলেন তখনও। প্রথম ইনিংসে ৯০ রান করা বাবর আজমও ছিলেন টিকে। চা বিরতিতে পাকিস্তানের রান ছিল ১ উইকেটে ১৫৮।
শেষ সেশনে পাকিস্তানের প্রয়োজন ছিল ২১১ রান। হতে ৯ উইকেট, ওভার ছিল অন্তত ৩৪। ড্র মনে হচ্ছিল সময়ের ব্যাপার। অথচ প্রায় ১০ ওভার বাকি রেখেই জিতল নিউজিল্যান্ড। দ্বিতীয় নতুন বলে ৬ উইকেট পড়েছে ১১ ওভারের মধ্যে!
চা বিরতির পর প্রথম ওভারেই বাবরকে ফেরান সেই স্যান্টনার। ৫ ঘণ্টা লড়াই করে ২৩৮ বলে ৯১ রান করা আসলাম মিড অফে ক্যাচ দেন টিম সাউদির বলে। এরপর পাকিস্তান শেষ ৮ উইকেট হারাল ৪৯ রানে!
প্রথম ইনিংসে ৬টিসহ ম্যাচে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা টিম সাউদি।
বিডি প্রতিদিন/ ২৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২০