ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে অশোভন আচরণের দায়ে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহোকে অভিযুক্ত করেছে ফুটবল এসোসিয়েশন (এফএ)। ওয়েস্ট হ্যামের সঙ্গে রবিবারের ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে ইউনাইটেড। ওই ম্যাচেই অশালীন আচরণ করায় ম্যাচ চলাকালেই মরিনহোকে ডাগ আউট থেকে স্ট্যান্ডে পাঠিয়ে দেয়া হয়।
আগামী ১ ডিসেম্বরের মধ্যে এ আচরণের জবাব দিতে হবে মরিনহোকে। খেলার প্রথমার্ধ চলার মাঝামাঝিতে ডাগ আউটে রাখা পানির বোতলে লাথি মারায় মরিনহোকে অভিযুক্ত করে এফএ। একটি ফাউলকে কেন্দ্র করে রেফারি জন মস পল পগবাকে হলুদ কার্ড দেখালে উত্তেজিত হয়ে ওই কাজ করেছেন মরিনহো।
ম্যাচ শেষে বরাবরের মতো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না মরিনহো। সহকারি কোচ রুই ফারিয়া বলেন, রেফারি মরিনহোকে বিষয়টি বুঝিয়ে বলেছেন। এখানে এর বেশি কিছু বলার নেই। আমি মনে করি, পগবার হলুদ কার্ডে হতাশ হয়েই মরিনহো ওই কাজ করেছেন। এটা অবশ্যই আমাদের বিপক্ষে অন্যায় করা হয়েছে। ফাউলটা আমাদের বিপক্ষে ছিল, কিন্তু রেফারি ভুল বুঝেছে।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৬/ফারজানা