আগামীকাল ৩০ নভেম্বর বলিউড অভিনেত্রী হ্যাজল কিচের সঙ্গে যুবরাজ সিংয়ের বিয়ে। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের এই তারকা ক্রিকেটার। বিয়েতে উপস্থিত থাকার কথা রয়েছে বর্তমান-সাবেক অনেক ক্রিকেটারের। বলিউড তারকাদের পাশাপাশি তার বিয়ের কার্ড পেয়েছেন দেশের বিশিষ্টজনেরাও। অথচ কার্ড পাননি মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় গণমাধ্যমের খবর, যুবরাজের বিয়েতে আসা তো দূরের কথা টিম ইন্ডিয়ার সীমিত ওভারের অধিনায়ককে নাকি আমন্ত্রণই জানানো হয়নি।
খবর অনুযায়ী, কারণটা আর কিছু নয়। দুই ক্রিকেটারের সম্পর্ক। ক্রিকেটমহলে প্রচলিত রয়েছে, ধোনির সঙ্গে যুবরাজের সম্পর্ক ভাল নয়। ধোনির দলে জায়গা না-পেলেই তার বাবা যোগরাজ আক্রমণ করে বসতেন ধোনিকে। অস্বস্তিতে পড়ে যেতেন স্বয়ং যুবরাজ। এই যখন দু’জনের সম্পর্ক তখন যুবরাজের বিয়েতে যে আমন্ত্রিত হবেন না ভারতের সফলতম অধিনায়ক এ তো জানা ছিল।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৬/মাহবুব