ব্রাজিলের ফুটবল ক্লাব চাপেকোয়েন্স নিজেদের ইতিহাসের সবচাইতে বড় ম্যাচ (দক্ষিণ আমেরিকার ক্লাব কাপের ফাইনাল) খেলতে যাচ্ছিলো। ওই ক্লাবের খেলোয়াড় বহনকারী বিমানটি সোমবার কলম্বিয়ায় বিধ্বস্ত হয়। এতে ক্লাবটির খেলোয়াড়রাসহ ৭৬ জন যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটে। এতে পুরো বিশ্ব বিশেষ করে ফুটবল বিশ্ব শোকে মুহ্যমান।
তবে ভুলে পাসপোর্ট নিয়ে না যাওয়ায় ক্লাবটির কোচের ছেলে কাইয়ো জুনিয়রকে বিমানেই উঠতে দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর এটার সৌভাগ্য হয়ে দেখা দিল তার জন্য। এমন ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন।
২৫ বছর বয়সী কাইয়ো সামাাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রাম ও ফেসবুকে লিখেছেন, 'বন্ধুরা আমি, আমার ভাই ও আমার মা বেঁচে আছি। এই মুহূর্তে আমাদের ধৈর্য্য ও ব্যক্তিগত কিছু সময় প্রয়োজন, বিশেষ করে আমার মায়ের। তবে সব বার্তার জন্য সবাইকে ধন্যবাদ। পাসপোর্ট ভুলে যাওয়ায় আমার যাওয়া হয়নি। বর্তমানে আমি সাও পাওলোতে রয়েছি।'
কাইয়ো ছাড়াও ইনজুরির কারণে ক্লাবটির স্ট্রাইকার আলেহান্দ্রো মারটিনুচ্চিও বিমানে উঠতে পারেননি, সৌভাগ্যক্রমে তিনিও প্রাণে বেঁচে গেছেন। এছাড়া বিমানে থেকে গুরুত্ব আহত হলেও অারও তিন আরোহী প্রাণে বেঁচে গেছেন।
বিডি প্রতিদিন/ ৩০ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৩