বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৪তম ম্যাচে আজ বুধবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।
টানা দুই ম্যাচ জেতা ঢাকা ডায়নামাইটস বেশ ফুরফুরে মেজাজেই আছে। এর উপর ঢাকার হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমে ইনজুরিতে পড়া রাসেল দলের সঙ্গে যোগ দিয়েছেন। যদিও ইনজুরি সমস্যায় এবারের বিপিএল-এর অন্যতম সেরা উইকেট টেকার শহীদ ছিটকে পড়েছেন, তবুও দলে সেই অভাব পূরণের জন্য ব্রাভো, রাহি, আলাউদ্দিন বাবুরা আছেন, স্পিন বোলিংয়ে সানজামুলের সাথে সাকিব, নাসির, মোসাদ্দেক, প্রসন্ন আছেন।
এদিকে চতুর্থ স্থানে থাকা রাজশাহীকে ছাড়িয়ে যেতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই আফ্রিদি-সৌম্যদের। তার উপর দলের ইনফর্ম ওপেনার মোহাম্মাদ শেহজাদ নিষিদ্ধ হওয়ায় নাসির জামসেদকে সৌম্যর সঙ্গী করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ৩০ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৫