মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে আজকের (বুধবার) দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে রাজশাহী কিংস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি।
দলের হয়ে ব্যাটিংয়ে ওপেন করতে নামেন মুমিনুল হক ও নুরুল হাসান। এ ম্যাচটি অবশ্য জিতলেও পরের পর্বে যেতে পারছে না মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা। তবে রাজশাহী জয় পেলে খুলনাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে চলে যেতে পারে।
কুমিল্লা এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে। চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার নিচে তাদের অবস্থান।
অন্যদিকে রাজশাহী নয় ম্যাচ খেলে পাঁচটিতে জয় তুলে নিয়েছে। পাশাপাশি চার হারে তাদের পয়েন্ট ১০। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চারে।
এদিকে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৪২ রানে পরাজিত করেছে সাকিবের ঢাকা ডায়নামাইটস।
বিডি-প্রতিদিন/এস আহমেদ