আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অস্টম আসরের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একাদশই এ ম্যাচে বহাল রেখেছে দক্ষিণ আফ্রিকা। তবে ভারতের বিপক্ষে খেলা একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে পাকিস্তান। ওপেনার আহমেদ শেহজাদের পরিবর্তে ফকর জামান ও পেসার ওয়াহাব রিয়াজের পরিবর্তে জুনায়েদ খানকে একাদশে নিয়েছে পাকিস্তান।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বৃষ্টি আইনে ১২৪ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান।
পাকিস্তান একাদশ : সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আজহার আলী, ফকর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাহদাব খান, হাসান আলী ও জুনায়েদ খান।
দক্ষিণ আফ্রিকা একাদশ : এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু-প্লেসিস, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, ইমরান তাহির ও মরনে মরকেল।
বিডি প্রতিদিন/৭ জুন ২০১৭/এনায়েত করিম