ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের নতুন সুগন্ধি বাজারে আনলেন। নামটা বেশ বড়সড়। ‘সি আর সেভেন ইয়েউ দি টয়লেত্তে।’ আর সেই পারফিউমের উদ্বোধনী অনুষ্ঠানে রোনালদো ধরা দিলেন ‘ডিজে’ হিসেবে।
এই নিয়ে নিজের ব্র্যান্ডের তৃতীয় সুগন্ধি বাজারে আনলেন সি আর সেভেন। এছাড়া তার ব্র্যান্ডের পণ্যের মধ্যে আছে আফটারসেভ, শাওয়ার জেল, ডিও।
কিছুদিন আগেই পর্তুগালের জার্সি গায়ে হ্যাটট্রিক করেছিলেন। এবার আবার ক্লাব ফুটবলে ফেরার পালা। তার আগে নিজের ব্র্যান্ডের বিপণি করার কাজটাও করে ফেললেন। রোনালদোর ব্র্যান্ডের নতুন সুগন্ধির খবর পেয়ে অনুরাগীরা তো খুবই খুশি।
বিডি-প্রতিদিন/০৯ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর