আজ থেকে কয়েক বছর আগেও সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে অন্যতম ভরসা ছিলেন সুরেশ রায়না। কিন্তু সময় বদলায়। বিশেষ করে খেলার মাঠে সময় যে বড্ড তাড়াতাড়ি বদলায়। তাই সুরেশ রায়না এখন ভারতীয় দল থেকে অনেক দূরে।
শেষ বার টিম ইন্ডিয়ার জার্সি গায়ে তিনি মাঠে নেমেছিলেন গত ফেব্রুয়ারি মাসে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে বেঙ্গালুরুতে খেলেছিলেনও ৬৩ রানের ঝকঝকে ইনিংস। কিন্তু তারপর আবারও টিম ইন্ডিয়া থেকে অনেক দূরে তিনি। যে ফিটনেসই ছিল রায়নার অস্ত্র। সেই রায়নারই এখন বড় সমস্যা নাকি ফিটনেস।
এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে ফের দলে ডাক পাওয়ার আশায় ছিলেন। কিন্তু নির্বাচকরা তার থেকে বেশি কেদার যাদব এবং মণীশ পাণ্ডের উপরই আস্থা দেখিয়েছেন। রায়না অবশ্য এতকিছুর পরও হাল ছাড়েননি। বরং ভারতীয় দলে ফেরার জন্য খুব পরিশ্রম শুরু করেছেন।
একটি সাক্ষাতকার দিতে গিয়ে গুজরাট লায়ন্স এবং উত্তরপ্রদেশের অধিনায়ক বলেছেন, 'আমার ভক্তদের শুধু বলতে চাই যে, খুব পরিশ্রম করছি। বিশ্বাস করি, সাফল্য পাওয়ার জন্য ৬০ শতাংশ পরিশ্রমের দরকার হয়। আর ৪০ শতাংশ দরকার হয় ভাগ্যের। যুবরাজ সিংকেই দেখুন না। কী পরিশ্রম করেছে। আর তারপর ঠিক ভারতীয় দলে কামব্যাক করেছে। আমিও খুব পরিশ্রম করছি। আসলে, আমিও একেবারেই ঠাণ্ডা টাইপের মানুষ নই। ঠিক কামব্যাক করবো।'
বিডি-প্রতিদিন/ ১০ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর