মারকুটে ব্যাটিং করে এতদিন বিশ্বজোড়া ক্রিকেট প্রেমীদের মন জিতেছেন কোহলি। এবার ছোট একটা টুইটেই প্রতিবেশী দেশ পাকিস্তানের হৃদয়ে জায়গা করে নিলেন ভারত অধিনায়ক। বিরাটের দু’লাইনের টুইটেই মোহিত পাকিস্তানের ক্রিকেট ভক্তরা।
সদ্য শিক্ষক দিবস উপলক্ষ্যে ক্রিকেট দুনিয়ার মহারথীদের শ্রদ্ধা জানিয়েছিলেন বিরাট। সেখানেই প্রিয় শিক্ষকদের উদ্দেশ্যে কোহলি লেখেন, ‘ক্রিকেট জীবনে এই লেজেন্ডদের থেকে অনেক কিছু শিখেছি, তাদের প্রতি কৃতজ্ঞ।’
কৃতজ্ঞতা বার্তায় শুধু শচীন, সৌরভকেই নয় পাকিস্তান ক্রিকেটের লিজেন্ডদেরও শিক্ষক হিসেবে সম্মান করেছেন বিরাট। ইনজামান-উল-হক, ইমরান খান, জাভেদ মিয়াঁদাদের মতো কিংবদন্তিরা ছিল সেই তালিকায়। আর সেই টুইটেই মোহিত পাকিস্তানিরা।
কোহলির এমন অভিনব টুইটে খুশি হয়ে পাকিস্তানের ক্রিকেট ভক্তরা লিখেছেন, ‘কোহলি তুমিও একদিন এই শিক্ষকদের তালিকায় থাকবে। সেদিনটার জন্য পাকিস্তানের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল।’ একধাপ এগিয়ে মহম্মদ আমিরের দেশের অন্য এক ভক্ত লিখেছেন, ‘কোহলি তুমি শুধু ভাল ক্রিকেটার নও, তুমি সত্যিকারের একজন ভালো মানুষ, এভাবেই ব্যাটিং ক্যারিসমায় নতুন প্রজন্মকে মোটিভেট করে যেও।’
কূটনৈতিক সম্পর্কের জেরে দু’দেশের মধ্যে বাইশ গজের লড়াই বন্ধ থাকলেও ভারত-পাক ক্রিকেটারদের বন্ধুত্ব অটুট। আগস্টের শুরুতেই ভারত অধিনায়ক বিরাট কোহলি সাবেক পাক অধিনায়ক শাহিদ আফ্রিককে উপহার পাঠিয়েছিলেন। অতীতে সতীর্থদের সই করা টিম ইন্ডিয়ার জার্সির পর আফ্রিদি ফাউন্ডেশনের জন্য নিজের সই করা ব্যাট পাঠান কোহলি।
বিডি-প্রতিদিন/ ১০ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর