এবি ডি ভিলিয়ার্স এবং ডেল স্টেইনের মতো তারকা ক্রিকেটাররা দলে ফেরায় দারুণ উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকার নতুন কোচ ওটিস গিবসন। তাদের মতো সুপারস্টারদের সঙ্গে কাজ করার বিষয়ে কোচ হিসেবে যোগদানের আগেই উচ্ছ্বাস প্রকাশ করেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা গিবসন।
ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলমান সিরিজে লর্ডসে তৃতীয় ও শেষ ম্যাচের দ্বিতীয় দিন স্কাই স্পোর্টসের সাথে নিজের নতুন দল নিয়ে কথা বলেন গিবসন।
ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে চুক্তি বদ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ অলরাউন্ডার। প্রোটিয়া বস হিসেবে তার প্রথম এসাইনমেন্ট হবে নিজ মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ। টাইগারদের বিপক্ষে সিরিজের প্রস্তুতি দিয়ে চলতি মাসের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
গিবসন বলেন,‘বিশ্বকাপের এখনো দুই বছর বাকি থাকলেও এ নিয়ে ইতোমধ্যেই অনেক বেশি আলোচনা হচ্ছে। আমরা যদি এ সময়ের মধ্যে সবকিছু এবং জয় ও ক্রিকেটের প্রতি নজর থাকা খেলোয়াড়দের পাই, তবে আমার বিশ্বাস আগামী দুই বছরে বিশেষ কিছু করার সুযোগ আমাদের থাকবে।’
বিডি প্রতিদিন/১০ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম