ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও স্টাফদের কিছুটা বিশ্রামের প্রয়োজন বলে মনে করেন দলটির প্রধান কোচ রবি শাস্ত্রী। শ্রীলঙ্কায় দুর্দান্ত পারফরমেন্স শেষে দেশে ফিরে এমন কথা বলেন শাস্ত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্টে বলা হয়, ‘জাতীয় দলের সূচি আরও সহজ করতে বিসিসিআইকে অনুরোধ করেছেন শাস্ত্রী। শুক্রবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর ও বিসিসিআই’র সিইও রাহুল জোরির কাছে এমন অনুরোধ করেন শাস্ত্রী।’
শ্রীলঙ্কায় দেড় মাসেরও বেশি সময়ের সফর শেষে দেশে ফিরেছে ভারত। আগামী সপ্তাহ থেকে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। পাঁচ ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজটি শুরু হবে যথাক্রমে আগামী ১৭ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর।
শাস্ত্রীর বক্তব্য ধরে রিপোর্ট আরও জানায়, ‘ঠাসা সূচির কারণে খেলোয়াড়রা নিজেদের তৈরি করতে খুব কম সময় পায়।’
শীতকালে দেশের মাটিতে তিনটি পরপর সিরিজ খেলবে ভারত। ১৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চলবে অস্ট্রেলিয়া সিরিজ। চারদিন পরই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করবে টিম ইন্ডিয়া। কিউইদের বিপক্ষে ১৭ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে শেষে তিনটি টি-২০ ম্যাচও রয়েছে সিরিজে। যা শেষ হবে না নভেম্বরে।
নিউজিল্যান্ড সিরিজ শেষে ১৫ নভেম্বর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু করবে ভারত। ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে ২৪ ডিসেম্বর পর্যন্ত ভারত-শ্রীলঙ্কার লড়াই। এরপর ২৮ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি করে টি-২০ ও ওয়ানডে এবং চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।
ইংল্যান্ডে গত জুলাইয়ে শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে রিপোর্ট জমা দিয়েছে জাতীয় দলের ম্যানেজার কপিল মালহোত্রা। ভারতীয় দলকে বিশ্রামের সময় দেয়ার কথা জানিয়েছেন তিনিও।
বিডি প্রতিদিন/১০ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম