ইউএস ওপেনের নতুন রানী হলেন স্লোন স্টেফেন্স। শনিবার রাতে স্বদেশী ম্যাডিসন কিইসকে সরাসরি সেটে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই বাজিমাত করলেন ২৪ বছরের এ তরুণী।
ফাইনালের মঞ্চে স্টেফেন্স জিততে সময় নেন মাত্র ৬১ মিনিট। যেখানে ৬-৩ ও ৬-০ সেটে ইউএস ওপেনের মুকুট জিতে নেন তিনি। নারী বাছাই ৮৩ নম্বর হয়েও তার এই জয়। ইউএস ওপেনের ইতিহাসে এতো নিচের নারী খেলোয়াড় হিসেবে এটাই প্রথম নজির।
বছরের শেষ এই গ্র্যান্ড স্ল্যামে ফেভারিট সেরেনা উইলিয়ামস আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তবে তারই বড় বোন ভেনাস উইলিয়ামসের সামনে ছিল ১৬ বছর পর শিরোপা জয়ের সুযোগ। কিন্তু সেমিফাইনালের মঞ্চে স্টেফেন্সের কাছেই হেরেছিলেন তিনি।
বিডি প্রতিদিন/১০ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম