১৬ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে জাতীয় দল। সফরে প্রোটিয়াদের সঙ্গে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি২০ ম্যাচ খেলবে টাইগাররা। ২১ সেপ্টেম্বর বেনোনিতে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে সফর।
আর দক্ষিণ আফ্রিকা সফর সামনে রেখে প্রস্তুত হচ্ছেন বাংলাদেশের পেসাররা। আর তাদের সার্বিক তত্ত্বাবধানে আছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। কারণ স্টেইন-রাবাদা, ক্রিস মরিসদের সঙ্গে পাল্লা দিয়ে গতির ঝড় তুলতে হবে মুস্তাফিজ-তাসকিনদের।
অস্ট্রেলিয়া সিরিজ শেষ, সামনে দক্ষিণ আফ্রিকা সফর। তাই বোলিং আক্রমণ নিয়ে নতুন পরিকল্পনায় টিম ম্যানেজমেন্ট। তাতে আসল পরীক্ষাটা দিতে হবে পেসারদের। দক্ষিণ আফ্রিকার গতিময় বাউন্সি উইকেটে মুস্তাফিজ-তাসকিনদের সঙ্গে চ্যালেঞ্জ থাকবে পেস বোলিং কোচ ওয়ালশেরও। কারণ বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার পর এখনো নিজেকে সেভাবে প্রকাশের সুযোগ পাননি ক্যারিবিয়ান কিংবদন্তি। তাই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য মুখিয়ে আছেন তিনি, ‘দক্ষিণ আফ্রিকার উইকেট হবে গতিময়, পেসনির্ভর। এটা আমরা সবাই জানি। সেখানে আমরা এমন কিছুই প্রত্যাশা করছি। তাই পেসারদের আরো দায়িত্বশীল হতে হবে। হাতে মাত্র এক সপ্তাহ সময়। প্রস্তুতি যা নেয়ার, এর মধ্যেই নিতে হবে। কারণ এটা আমাদের জন্য একটা পরীক্ষা ও চ্যালেঞ্জিং সময়।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ছন্দে ফেরার আভাস দিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। প্রিয় শিষ্যের এমন পারফরম্যান্সে কোচ ওয়ালশের প্রত্যাশা বেড়ে গেছে বহুগুণ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুস্তাফিজ দারুণ বোলিং করেছে। সে নিজের আক্রমণাত্মক চেহারাটা দেখাতে পেরেছে। একই সঙ্গে খেলাটাও যে তার নিয়ন্ত্রণে, সেটা দেখাতে পেরেছে। আমি মনে করি, চট্টগ্রাম টেস্টে সে যে উইকেটগুলো পেয়েছে, তা তাকে আরো অনেক বেশি আত্মবিশ্বাস এনে দেবে।’
চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই বাউন্সারে ডেভিড ওয়ার্নারের উইকেট শিকার করেন মুস্তাফিজ। দুর্দান্ত কাটারে গোটা ক্রিকেটবিশ্বে রোমাঞ্চ ছড়ানো ২২ বছর বয়সী এ তরুণ পেসার এখন ঝুঁকেছেন বাউন্সারে। মুস্তাফিজের ওয়ার্নারের উইকেট নেয়া সম্পর্কে ওয়ালশ বলেন, ‘ওয়ার্নারের মতো ব্যাটসম্যানকে একই টেস্টে দুবার আউট করার অর্থ এই নয় যে, মুস্তাফিজ অনেক উচ্চতায় উঠে গেছে। এমনিতে ওয়ার্নার খুবই উঁচু মানের খেলোয়াড়। এটাও ঠিক, তারা দুজন আইপিএলে একই দলের হয়ে খেলেন। এ কারণে সন্তুষ্টির জায়গাটা আরো বড়।’ তবে উইকেটের চেয়ে মুস্তাফিজের আক্রমণাত্মক মানসিকতায় বেশি খুশি ওয়ালশ, ‘তার আক্রমণাত্মক মানসিকতাটা দেখেই আমি খুশি হয়েছি বেশি। তার মুখে হাসি ফিরে আসাটাও ছিল জরুরি। এ বিষয়গুলো ভালো দিক।’
বিডিপ্রতিদিন/ ১০ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান