ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন প্রথম ইংলিশ বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন পেসার জেমস অ্যান্ডারসন। এদিকে, অ্যান্ডারসন শীর্ষে উঠায় দুইয়ে নেমে গেছেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা।
রবিবার দুপুরে আইসিসির প্রকাশির সবশেষ র্যাঙ্কিংয়ের জাদেজার চেয়ে ১২ রেটিং পয়েন্ট এগিয়ে রয়েছেন অ্যান্ডারসন। ৩৫ বছর বয়সি অ্যান্ডারসন সবশেষ র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ২০১৬ সালের আগস্টে।
তালিকায় সেরা দশের মধ্যে নেই কোনো বাংলাদেশি বোলার। তবে সেরা ৩০ এর মধ্যে ১৭ নম্বরে সাকিব আল হাসান এবং ২৯ নম্বরে রয়েছেন মেহেদি হাসান মিরাজ।
বিডি-প্রতিদিন/১০ আগস্ট, ২০১৭/মাহবুব