আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। দলে ফিরলেন দুই পেসার মোহম্মদ শামি ও উমেশ যাদব। আর বিশ্রাম দেওয়া হল দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে। তবে শ্রীলঙ্কা সফরের মতো এবারও জায়গা হয়নি তারকা অলরাউন্ডার যুবরাজ সিং এবং সুরেশ রায়নার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের দল থেকে বাদ পড়েছেন একমাত্র শার্দুল ঠাকুর। কেদার যাদব শ্রীলঙ্কা সফরে রান না পাওয়ায় তাঁর দলে থাকা নিয়ে সংশয় ছিল। তবে বল হাতে ভাল পারফরম্যান্স দেখানোর জন্যই ফের সুযোগ পেয়েছেন এই অলরাউন্ডার।
প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেছেন, ‘শ্রীলঙ্কা সফরে দলের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। অক্ষর পটেল, যুজবেন্দ্র চাহালের মতো যে ক্রিকেটাররা ভাল পারফরম্যান্স দেখিয়েছে, তাদের আরও সুযোগ দেওয়া হল। শক্তিশালী রিজার্ভ বেঞ্চ গড়ে তোলার চেষ্টা করছি আমরা।’
ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মণীশ পাণ্ডে, কেদার যাদব, অজিঙ্ক রাহানে, মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পাণ্ডে, অক্ষর পাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও মোহাম্মদ শামি।
বিডি-প্রতিদিন/১০ আগস্ট, ২০১৭/মাহবুব