শ্রীলংকার মাটিতেই শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করেছে ভারত। ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত টি২০ ম্যাচটিতে টস নিয়ে ঝামেলাটা না হলে এ নিয়ে আর কোনো প্রশ্ন উঠতো না। কিন্তু সামান্য এ বিষয়টি নিয়েই যত ঝামেলা বেঁধেছে। এমন পর্যায়ে গেছে যে এটি নিয়ে শ্রীলংকার ক্রিকেট বোর্ডকেও ব্যাখ্যা দিতে হয়েছে। একটি টুইটার পোস্টে ভিডিও আপলোড করে তারা বলেছে, ম্যাচটিতে ভারতই টস জিতেছে।
কিন্তু ক্রিকেটবোদ্ধারা তা মানতে রাজি নন। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, টস শুরুর সময় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি 'হেডস' বলেছিলেন। কিন্তু ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শুনেছিলেন 'টেইলস'। টস হওয়ার পর রেফারি এগিয়ে গিয়ে কয়েন দেখার পর বলেন, 'টেইলস। ভারত টস জিতেছে।'
গ্যালারির দর্শকের চিৎকারে অ্যান্ডি পাইক্রফটের কথা ভালোমতো বোঝাই যায়নি। সঞ্চালক মুরালি কার্তিক বলেন 'হেডস' উঠেছে তাই বিরাটই টস জিতেছে। এরপর তিনি দুই অধিনায়ককে নিয়ে সামনে এগিয়ে যান। বিরাট জানান, তারা বোলিং করবেন। তবে ভিডিও দেখে মনে হয়েছে অ্যান্ডি পাইক্রফট আরও কিছু বলতে চেয়েছিলেন। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে।
বিডি প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা