দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পাকিস্তানের মাটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আর মাত্র একদিন পরই বিশ্ব একাদশ বনাম পাকিস্তানের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু। এই উপলক্ষে পাকিস্তানের লাহোরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি, শেষ মুহূর্তে সাজগোজে ব্যস্ত আয়োজকরা।
আইসিসি'র প্রকাশিত লাহোরের প্রস্তুতির ছবিতে দেখা গেছে, নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয়েছে লাহোর শহর। শহরের গুরুত্বপূর্ণ স্থানে ঝুলছে তামিম ইকবালদের বিলবোর্ড।
বিশ্ব একাদশের অধিনায়কত্ব করবেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ১২, ১৩ এবং ১৫ সেপ্টেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
বিশ্ব একাদশ স্কোয়াড
ফাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, তামিম ইকবাল, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, ডেভিড মিলার, গ্রান্ট এলিয়ট, টিম পেইন, থিসারা পেরেরা, ইমরান তাহির, ড্যারেন স্যামি, মরনে মরকেল, স্যামুয়েল বদ্রি।
বিডি-প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ