ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশগ্রহণ শেষে রবিবার রাতে দেশে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সদ্য ঘরের মাঠে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডে না থাকায় সিপিএল খেলতে যান তিনি। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে দেশের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন অভিজ্ঞ এই টাইগার অলরাউন্ডার।
পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের বদলি ক্রিকেটার হিসেবে ডাক পান মাহমুদুল্লাহ। টুর্নমেন্টে জ্যামাইকা তালাওয়াসের হয়ে মোট পাঁচটি ম্যাচে অংশ নেন তিনি। ব্যাট হাতে দক্ষতার স্বাক্ষর না রাখতে পারলেও বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন ৩১ বছর বয়সী এ ক্রিকেটার। এর মধ্যে এলিমিনিটর ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সরের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন তিনি। তবে দলকে হার থেকে বাঁচাতে পারেননি।
বিডি-প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব