আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টেস্ট দল আজ সোমবার বিকেলে ঘোষণা করা হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দল ঘোষণা করা হবে। আর এই সফরে টেস্ট দলে থাকছেন না সাকিব।
বিসিবি পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম দেয়া হচ্ছে সাকিব আল হাসানকে। বিসিবিতে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আকরাম খান।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে টাইগাররা। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর এবং দ্বিতীয়টি ৬ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এছাড়া সফরকালে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। অন্যদিকে এ সফরের প্রথম দুটি টেস্টে খেলছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী ৬ মাস কোনও টেস্ট খেলতে চান না বলে এক সাক্ষাৎকারের জানান এ ক্রিকেটার।
বিডি প্রতিদিন/ ১১ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান