ইউএস ওপেনের ফাইনালে জিতেছেন রাফায়েল নাদাল। দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে হারিয়ে ইউএস ওপেনের মুকুট জয় করলেন তিনি।
ফলে ক্যারিয়ারসেরা ১৬তম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন রাফায়েল নাদাল। ফাইনালে ৬-৩, ৬-৩, ৬-৪ অ্যান্ডারসনকে হারিয়েছেন এ টেনিস তারকা।
ইউএস ওপেন জিতে দারুণ খুশি নাদাল। বললেন ‘এটি আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম।’ এই নিয়ে ক্যারিয়ারে চতুর্থবারের মতো মৌসুমে কমপক্ষে ২টি গ্র্যান্ডস্ল্যাম জিতলেন নাদাল। উইম্বলডনের চতুর্থ রাউন্ডে বাদ না পড়লে হয়তো মৌসুমটাকে আরও স্মরণীয় করে রাখতে পারতেন তিনি।
বিডি প্রতিদিন/ ১১ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান