দীর্ঘদিন পর এক ঝাঁক বিদেশি খেলোয়াড় পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ায় দেশটির ক্রিকেট সংশ্লিষ্ট ও ভক্ত সবাই বেশ উৎফুল্ল। বাদ যাননি শহীদ আফ্রিদিও। এরপরও পাকিস্তানের সাবেক অধিনায়কের একটু আক্ষেপ রয়ে গেছে। তার মতে, বিশ্ব একাদশে যদি ভারতের দু'জন ক্রিকেটারও থাকতেন তাহলে ভাল হতো। একই সঙ্গে খেলার মাধ্যমে যে গুরুতর সমস্যার সমাধান করা যায়, সেই বার্তা দেওয়া যেতো।
এর আগেও ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানে খেলতে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন আফ্রিদি। অগাস্টে যখন বিশ্ব একাদশের পাকিস্তান সফরের কথা ঘোষণা করা হয়েছিল, তখন ট্যুইট করে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানে খেলতে যাওয়ার অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা বিশ্ব একাদশের সঙ্গে না যাওয়ায় আফসোস করছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।
তবে ভারতীয় ক্রিকেটাররা না থাকলেও, বিশ্ব একাদশের পাকিস্তান সফর যে সেদেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পথে বড় পদক্ষেপ, সেটা মেনে নিয়েছেন আফ্রিদি।
লাহোরে আগামীকাল বিশ্ব একাদশের সঙ্গে সিরিজের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। এই ম্যাচ দেখার জন্য ইতিমধ্যেই লাহোরে পৌঁছে গিয়েছেন আফ্রিদি।
বিডি-প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব