ক্রিকেটের বহু রেকর্ডের সাক্ষীলর্ডসের বুকেই ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে নতুন নজির গড়ার লক্ষ্যে নেমেছিলেন জেমস অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের ক্রেগ ব্রেথওয়েটের উইকেট তুলে নিয়ে সেই নজির গড়েও ফেললেন। ঠিক সেই সময় লর্ডসের গ্যারালিতে নজির গড়লেন এক প্রেমিক যুগল৷ অ্যান্ডারসনের কৃতিত্বে আপ্লুত হয়ে প্রেমিকার আঙুলে আংটি পড়িয়ে দিলেন প্রেমিক৷
প্রথম ইংল্যান্ডের বোলার হিসাবে পাঁচশো উইকেট নেওয়ার নজির গড়েন জেমস অ্যান্ডারসন। মাঠের দর্শকরা করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন জেমসকে। তখনই মোক্ষম চাল চালালো কেউ। এক ব্যক্তি দীর্ঘদিন এরকম একটি সুযোগের অপেক্ষায় ছিলেন। আর পেয়েও গেলেন। বান্ধবীকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। নতজানু হয়ে আংটি দিয়ে প্রস্তাব দিলেন। বান্ধবীও সঙ্গে সঙ্গে তাতে সম্মতি দিলেন।
দর্শকদেরও নজর ঘুরে গেল অ্যান্ডারসনের দিক থেকে। তাদের যাবতীয় আকর্ষণ তখন সেই দুই প্রেমিক প্রেমিকার দিকে। যাবতীয় হাততালি কুড়িয়ে নিলেন তারাই। টেলিভিশনের লাইভ কভারেজে অ্যান্ডারসনের কৃতিত্বর মধ্যে ভাগ বসিয়ে ফেললেন এই দুই ব্রিটিশ। বলা যায় চুরি করে নিলেন অ্যান্ডারসনের প্রাপ্য প্রচার।
বিডি প্রতিদিন/ ১২ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর