আগামী সপ্তাহে লাহৌরে পিসিবির পক্ষ থেকে সংবর্ধিত করার কথা শহিদ আফ্রিদি, মিসবা-উল-হক এবং ইউনিস খানকে। কিন্তু রবিবার পিসিবির থেকে ফেয়ারওয়েল নেওয়ার কথা অস্বীকার করলেন কিংবদন্তি ক্রিকেটার ইউনিস খান।
ইউনিস খান জানিয়েছেন, পাকিস্তান বোর্ডের উচ্চপদস্থ এক কর্মকর্তা তাকে ফোন করে বলেছিলেন মোটা অঙ্কের টাকা দিয়ে সংবর্ধিত করা হবে। এরপরেই তার মন্তব্য, ‘‘আমার মনে হয় না সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার কোনও প্রয়োজন আছে।’’
তার যুক্তির সপেক্ষে ইউনিস বলেন, “এ বছরের মে মাসে আমি এবং মিসবা অবসর নিয়েছি, এত দিন পর ফেয়ারওয়েল নেওয়ার কোনও অর্থ নেই।”
বিডি প্রতিদিন/ ১২ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর