টেস্ট ক্যারিয়ারে ব্যক্তিগত ষষ্ঠ দ্বিশতরান করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর এই সেঞ্চুরির মাধ্যমে একাধিক রেকর্ড স্পর্শ করলেন ভারতীয় এই রান ম্যাশিন। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন, ক্যারিয়ারে ব্যক্তিগত ষষ্ঠ দ্বিশতরান করে কি কি রেকর্ড স্পর্শ করলেন বিরাট-
১। অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরির লারার রেকর্ডকে নাগপুর টেস্টেই ছুঁয়েছিলেন বিরাট। দিল্লি টেস্টে এবার লারাকেও টপকে গেলেন অদম্য বিরাট।
২। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্টে দ্বিশত রান করায়, পরপর দ্বিশত রান করা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় হলেন বিরাট। তার আগে ভারতীয় হিসেবে এই কীর্তি রয়েছে শুধু বিনোদ কাম্বলির।
৩। ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে সব থেকে বেশি দ্বিশত রান করা ব্যাটসম্যান শচীন এবং শেবাগের সঙ্গেই নাম জুড়ল কোহলিও। তারপরে আছেন রাহুল দ্রাবিড় এবং তারও পরে সুনীল গাভাসকার।
৪। দেশের মাটিতে টেস্টে সব থেকে বেশি দ্বিশতরান করা ব্যাটসম্যানদের মধ্যে এখন রিকি পন্টিং'র সঙ্গেই আছেন বিরাট। তার আগে আছেন কুমার সাঙ্গাকারা এবং ডন ব্র্যাডম্যান।
৫। এক বছরে সব থেকে বেশি দ্বিশত রান করা অধিনায়কদের তালিকাতেও ঢুকে পড়লেন বিরাট। বিরাট এছাড়া এই রেকর্ড আছে ব্রেন্ডন ম্যাকালাম এবং মাইকেল ক্লার্কের। বিরাটই প্রথম ব্যাটসম্যান যিনি পরপর দুবছর মানে ২০১৬ এবং ২০১৭ সালে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর