ওয়েলিংটনে প্রথম টেস্টের তৃতীয় দিনে কিউইরা ৫২০ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে। নিজেদের দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে ২১৪ রানে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এখনও তারা ১৭২ রানে পিছিয়ে রয়েছে।
দ্বিতীয় দিন ৪৪৭ রানে মাঠ ছাড়ে কিউইরা। ৫৭ রানে অপরাজিত ছিলেন কিউইদের উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম ব্লান্ডেল। আর এদিন ক্যারিয়ারের অভিষেক টেস্টেই সেঞ্চুরির স্বাদ পান তিনি। ১৮০ বলে ১৩টি চার ও একটি ছক্কায় ১০৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। ১৮ রানে অপরাজিত থাকেন ট্রেন্ট বোল্ট।
ক্যারিবীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান কেমার রোচ। দুটি করে উইকেট দখল করেন মিগুয়েল কামিন্স ও রোস্টন চেজ।
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৭২ রান তোলেন দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও কাইরেন পাওয়েল। ৪০ রান করে অবশ্য ম্যাট হেনরির শিকার হন পাওয়েল। কিন্তু ৭৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন ব্র্যাথওয়েট। তার সঙ্গে ২১ রানে মাঠ ছাড়েন শাহী হোপ। মাঝে ৬৬ রানে দুর্দান্ত এক ইনিংস খেলে হেনরির দ্বিতীয় শিকার হন শিমরন হেটমায়ার।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর