শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের তৃতীয় টেস্টে মুরলী বিজয় ও অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে ভর করে ভারত এখন শক্ত অবস্থানে আছে। যদিও শুরুতে ৪২ রানের মাথাতেই প্রথম উইকেট পড়ে গিয়েছিল ভারতের। ৩৫ বলে ২৩ রানের ইনিংস খেলে আউট হন শিখর ধাওয়ান।
এদিন শিখর কিন্তু ভাগ্যের সহায়তা পেতে পেতে পেলেন না। অথচ তার কিন্তু বেঁচে যাওয়ার কথাই ছিল। এমনকী, ক্যাচটা মিস হয়ে যাচ্ছে ভেবে মাথায় হাত দিয়ে ফেলেছিলেন বোলার দিলরুয়ান পেরেরা। জেনে নেই এবার আসল ঘটনা।
জানা যায়, ক্যাচ লুফতে যেতেই লাকমলের পা থেকে খুলে গিয়েছিল জুতো। আর তাতেই ক্যাচটি মিস হয়ে যাচ্ছিল। কিন্তু লাকমল অসামান্য ভাবে ভারসাম্য রেখে ক্যাচটি লোফেন। পা থেকে জুতো খুলে গিয়েও যে লাকমল ক্যাচটি নিতে পারবেন এটা ভাবতেও পারেননি পেরেরা। তিনি মাথায় হাত দিয়ে ফেলেন। শেষ পর্যন্ত লাকমল ক্যাচটি সম্পূর্ণ করার পরে হাসি ফুটে ওঠে পেরেরার মুখে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর