লর্ডসে গিয়ে যে কোন ভারতীয় ক্রিকেটারের অন্যতম ডেস্টিনেশন, সেই ব্যালকনিটি, যেখানে জার্সি খুলে উড়িয়েছিলেন সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এবার নিজের সেই কাজের পুনরাবৃত্তিও চেয়ে বসলেন তিনি। সৌরভের বিশ্বাস, ২০১৯ সালে ভারত বিশ্বকাপ জিতলে অস্কফোর্ড স্টিটে জামা খুলে ঘুরবে কোহলি।
বিরাট কোহলিকেই ভারতীয় ক্রিকেটের রানার হিসেবে চিহ্নিত করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বিরাট সম্পর্কে সৌরভের সহাস্য উক্তি, “যদি ভারত ২০১৯ সালের বিশ্বকাপ জেতে, তবে অক্সফোর্ড স্ট্রিটে জামা খুলে ঘুরবে কোহলি। এই কথা যেন বাকিরা মনে রাখে।’
জানিয়েছেন, “আমরা যখন খেলতাম তখন ক্রিকেটটাও অন্যরকম ছিল। ভাবনা-চিন্তাও আলাদা ছিল। সময়ের সঙ্গে তা এগিয়ে নিয়ে যাওয়ার দরকার। ধোনি এসে সে কাজ করেছে। এখন নতুন সময়ে কোহলি তা করে চলেছে। সবথেকে ভাল ব্যাপার হল, বিভিন্ন সময়ে ভারতীয় ক্রিকেট আলাদা আলাদা রোল মডেল পেয়ে চলেছে।”
কোহলির প্রতি কোন রকম ভুল ধারণা নেই সৌরভের। একাধিকবার সে কথা প্রমাণ করে দিয়েছেন তিনি। দলের জন্য যা ভাল, তাইই অধিনায়ক করেন। সৌরভ নিজে তা করেছেন। সমালোচনা মাথায় নিয়ে ধোনিও করেছেন। বিরাটও করে চলেছেন। সাবেক অধিনায়ক হয়ে তাই বর্তমান অধিনায়কের পাশেই দাঁড়িয়েছেন সৌরভ।
অধিনায়ক হিসেবে ঘষেমেজেই নিজের পছন্দের দল গড়ে নিয়েছেন কোহলি। তারুণ্য ও প্রতিভায় ভরপুর তার এই দল। সেখানে হার্দিক পান্ডিয়া যেমন অভিনব কায়দায় চুল কাটান, তেমন ব্যাটিং অর্ডারে আগে নামালে দিব্যি ছক্কাও হাঁকান। বুমরাহরা যেমন পার্টি করেন, তেমনই ডেথ ওভারে বিপক্ষকে ঘায়েলও করেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর