ক্রিকেট খেলায় অধিনায়ক একাদশ নিয়ে মাঠে নামলেও স্কোয়াডে থাকেন আরও অতিরিক্ত ৩/৪ জন খেলোয়াড়। ফলে একাদশের মধ্যে কারও কোনো সমস্যায় তাদের ফিল্ডিংয়ে নামিয়ে দেওয়া হয়। কিন্তু এমন যদি হয়, স্কোয়াডে অতিরিক্ত থাকা খেলোয়াড়দের চেয়ে বেশি খেলোয়াড় পরিবর্তন করতে হবে। তখন কি করবেন কোচ? যদিও এমন ঘটনা এখনও পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচে ঘটেছে বলে মনে হয় না। তবে আজ রবিবার আর একটু হলেই এমন ঘটনার সাক্ষি হতেন দিল্লির ফিরোজ শাহ কোটলার মাঠে খেলা দেখতে আসা দর্শকরা।
এদিন ধোঁয়াশার কারণে এমন কাণ্ড ঘটালেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা এবং তাদের আপত্তিতে বার বার থমকে যায় খেলা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে শ্রীলঙ্কার হাতে মাঠে নামানোর জন্য অতিরিক্ত ক্রিকেটারও আর ছিল না।
ধারাভাষ্যকার হর্ষা ভোগলেও সব দেখে রীতিমতো বেকুব হয়ে যান। টুইটারে তিনি দাবি করেছেন, একটা সময়ে হাতে আর অতিরিক্ত ক্রিকেটার না থাকায় শ্রীলঙ্কার ফিজিও এবং ফিল্ডিং কোচও পোশাক বদলে ফিল্ডিং করতে নামার জন্য তৈরি হয়ে যান!
যদিও বিরাট কোহলি ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ায় শ্রীলঙ্কার ফিজিও এবং ফিল্ডিং কোচকে অবশ্য মাঠে নামতে হয়নি।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৭/মাহবুব