চলতি অ্যাশেজে তার দলে থাকা নিয়ে কম বিতর্ক হয়নি! কম সমালোচনাও শুনতে হয়নি অজি মিডল-অর্ডার ব্যাটসম্যানকে। রবিবার অ্যাডিলেড ওভালে লড়াকু সেঞ্চুরি করে শন মার্শ বুঝিয়ে দিলেন জাতীয় নির্বাচকরা কেন তার প্রতি আস্থা রেখেছেন। সেই সঙ্গে অ্যাশেজে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন মার্শ।
মার্শ যখন ক্রিজে আসেন, অস্ট্রেলিয়া তখন ১৬১ রানে চার উইকেট খুঁইয়েছে। সেখান থেকে পিটার হ্যান্ডসকম্ব, টিম পেইন ও প্যাট কামিন্সের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়াকে বড় ইনিংসের পথে টেনে নিয়ে যান মার্শ। তিন জনের সঙ্গে যথাক্রমে ৪৮, ৮৩ ও ৯৯ রানের পার্টনারশিপ গড়েন তিনি। হ্যান্ডসকম্ব ৩৬, পেইন ৫৭ ও কামিন্স ৪৪ রানে আউট হলেও দায়িত্বশীল ইনিংস খেলে দলকে চারশোর গণ্ডি টপকাতে সাহায্য করেন মার্শ।
ব্যক্তিগত ১২৬ রানে অপরাজিত থাকেন অজি মিডল-অর্ডার ব্যাটসম্যান। ৮ উইকেটে ৪৪২ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে ওভার্টন তিনটি ও স্টুয়ার্ট ব্রড দু'টি উইকেট নেন। অ্যান্ডারসন ও ওকস একটি করে উইকেট পেয়েছেন।
ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ওপেনার স্টোনম্যানের উইকেট হারিয়ে ২৯ রান তুলেছে ইংল্যান্ড। ১৮ রান করে স্টার্কের বলে এলবিডব্লিউ হয়েছেন তিনি। কুক ব্যাট করছেন ১১ রানে।
বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৭/আরাফাত