আগামী বছরের ১৮ জানুয়ারি নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুবাদের বিশ্বকাপ। আর তারই জের ধরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে।
১৫ সদস্যের এই দলে কোচ হিসেবে আছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়। এবার গ্রুপ ‘বি’তে তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে, পাপুয়া নিউ গিনি ও অস্ট্রেলিয়া।
স্কোয়াড: পৃথিবী শাও (অধিনায়ক), শুভমান গিল, হিমাংসু রানা, অভিষেক শর্মা, কমলেশ নগরকোটী, ইসান পোরেল, শিবম মাভি, রাইয়ান প্যারাগ, আরায়ান জুয়েল, হারভিক দেসাই, আরশাদীপ সিং, শিভা সিং, পঙ্কজ যাদব, অনুকুল রায়, মানজোট কালরা।
বিডি প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ