দিল্লিতে সিরিজের শেষ টেস্টে রবিবার লাঞ্চের পরে খেলা শুরু হতেই দূষণ নিয়ে বার বার আপত্তি জানাতে থাকেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। এমনকী শ্রীলঙ্কার টিম ফিজিও, ভারতের কোচ রবি শাস্ত্রীও মাঠে নামেন আম্পায়ারদের সঙ্গে আলোচনা করার জন্য। খেলা চালানো নিয়ে বার বার আম্পায়ারদের কাছে আপত্তি জানাতে থাকেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা।
এমন অবস্থায় মাঠে নামেন শ্রীলঙ্কার কোচও। শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার অসুস্থ বোধ করছেন সেই অভিযোগ তুলে ড্রেসিংরুমে ফিরে যান। তাদের বদলি ফিল্ডার মাঠে নামে। এই করতে করতে একটা সময় শ্রীলঙ্কার বদলি খেলোয়াড়ও আর হাতে ছিল না। একটা সময়ে পরিস্থিতি এমন হয় যে শ্রীলঙ্কার হাতে কোনও পেস বোলার ছিল না। একের পর এক শ্রীলঙ্কান ক্রিকেটার মাঠ ছাড়তে থাকেন।
দ্বীপরাষ্ট্রের ক্রিকেটারদের একের পর এক অভিযোগে যখন আম্পায়াররা দিশেহারা, ঠিক সেই সময়ে কোহলিকে দেখা যায় অন্য রুপে। ভারত অধিনায়ক শুয়ে পড়েন মাঠে। তার পরে নিজেকে ফিট রাখার জন্য হাল্কা ব্যায়াম করতে শুরু করে দেন। কোহলি শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের কোলাহল বেড়ে যায় বহুগুণে। তাদেরও হয়তো ক্ষণিকের তরে মনে পড়ে গিয়েছিল ধোনির কথা।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে ম্যাচে দর্শক অসন্তোষ তীব্র আকার ধারণ করে। শ্রীলঙ্কান সমর্থকরা বুঝতে পেরে যান ভারতের কাছে হারতে চলেছে শ্রীলঙ্কা। ঘরের দলের এমন হার মনে নিতে পারেননি দর্শকরা। তাই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ সেই সুযোগে মাঠের মধ্যেই ঘুমোতে শুরু করে দেন ধোনি। রবিবার দিল্লিতেও যখন খেলা বন্ধ ছিল, তখন ধোনির পথ অনুসরণ করেন কোহলি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর