গত মাসে অস্ট্রেলিয়ার জাতীয় দলের কোচের পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন আনগে পোস্টোকোগ্লু। বিশ্বকাপে সকারুজদের নতুন কোচ হিসেবে কাজ করার আগ্রহের কথা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক বস ইয়র্গেন ক্লিন্সম্যান। অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
বিশ্বকাপের বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের বাজে পারফরমেন্সের সুবাদে জার্মান এই সাবেক তারকাকে ২০১৬ সালে জাতীয় দল থেকে অব্যাহতি দেয়া হয়।
আগামী বছর রাশিয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের দায়িত্ব পালনের থেকে গ্রীক-অস্ট্রেলিয়ান পোস্টেকোগøু অন্য দলের সাথে কাজ করতে বেশী আগ্রহী ছিলেন। সে কারণেই অস্ট্রেলিয়ার দায়িত্ব ছেড়ে দিয়েছেন। আর তারপরপরই ৫৩ বছর বয়সী জার্মান কোচ ক্লিন্সম্যান এই পদের জন্য আগ্রহী হয়ে উঠেন। আগামী মৌসুমে জে-লীগের ক্লাব ইয়োকোহামা এফ-মেরিয়ন্সের সাথে পোস্টেকোগøুর আলোচনার ইঙ্গিত পাওয়া গেছে।
এদিকে স্থানীয় গণমাধ্যমের দাবী ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচের জন্য বার্ষিক দেড় মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বাজেট ধরেছে। অথচ ক্লিন্সম্যান যুক্তরাষ্ট্র থেকে এর প্রায় দ্বিগুন বেতন আয় করেছেন।
আগামী বছর বিশ্বকাপে অস্ট্রেলিয়া গ্রুপ-সি’ থেকে ফ্রান্স, ডেনমার্ক ও পেরুর বিপক্ষে লড়াইয়ে নামবে। আগামী ১৬ জুন কাজানে ফ্রান্স, ২১ জুন সামারায় ডেনমার্ক ও ২৬ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে সোচিতে পেরুর মুখোমুখি হবে সকারুজরা।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম