সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগার পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে নেমে গেছে লস ব্লাঙ্কোজরা। আর তাতেই জিনেদিন জিদানের ওপর আস্থা হারিয়ে ফেলেছে রিয়াল কর্তৃপক্ষ।
এ ব্যাপারে স্প্যানিশ সংবাদমাধ্যম ডন ব্যালন জানাচ্ছে, জিদানের অধীনে দলের পারফরম্যান্সে বিরক্ত ক্লাবটির কর্তৃপক্ষ। তাকে আর বার্নাব্যু’তে রাখতে চাচ্ছে না তারা। মেয়াদ পূরণের আগেই ফরাসি ফুটবল কিংবদন্তিকে দলের কোচের পদ থেকে সরিয়ে দিতে চাচ্ছে।
এদিকে, গত সেপ্টেম্বরে বায়ার্ন মিউনিখ ছেড়ে দিয়ে বর্তমানে অবসর সময় কাটাচ্ছেন আনচেলত্তি। সংবাদমাধ্যমটির দাবি, রিয়ালের ড্রেসিং রুমে জিদানের স্থলাভিষিক্ত হচ্ছেন এই ইতালিয়ান জাঁদরেল কোচ।
এর আগে, ২০১৩/১৪ মৌসুমে রিয়ালের কোচ ছিলেন আনচেলত্তি। ওই সময় লস ব্লাঙ্কোজদের চ্যাম্পিয়নস লিগসহ একাধিক শিরোপা জিতিয়েছিলেন তিনি। তার অধীনে খেলা বেশিরভাগ সদস্য এখনো দলের হয়ে খেলে যাচ্ছেন।
২০১৬ সালে তার স্থলাভিষিক্ত হন জিদান। দায়িত্ব পাওয়ার পরই দলের রূপ পাল্টে দেন তিনি। ভাঙাচোরা দলকে সংগঠিত করে ফর্মে ফেরান। দুটি চ্যাম্পিয়নসসহ লা লিগার শিরোপা জেতান। তার ফলও হাতেনাতে পেয়েছেন। জিতেছেন ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ