শ্রীলঙ্কাকে নিয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজ আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। প্রায় এক দশক পর এমন আয়োজন করা হচ্ছে। ২০১৮ সালের জুন মাসে হবে এই সিরিজ।
এ ব্যাপারে সোমবার ক্যারিবীয় ক্রিকেট বোর্ড জানায়, ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে ৬ জুন প্রথম, বার্বাডোজের কেনিংস্টন ওভাল ১৪ জুন দ্বিতীয় এবং সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট মাঠে ২৩ জুন তৃতীয় ম্যাচ শুরু হবে। এর মধ্যে কেনিংস্টন ওভালের প্রথমবারের মতো টেস্ট খেলবে লঙ্কানরা।
টেস্ট সিরিজের আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে।
শ্রীলঙ্কা সবশেষ ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলে ২০০৮ সালে। যখন ক্যারিবীয়দের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতে দলটি। তবে সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছিল।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ