অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের সামনে ৩৫৪ রানের বড় টার্গেট দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩৮ রানে গুটিয়ে যায় অজিরা। যেখানে স্বাগতিকরা প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে ৪৪২ রানে ইনিংস ঘোষণা করেছিল। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২২৭ রান করতে পারে।
অ্যাডিলেডে দিবা-রাত্রির এ টেস্টে ৫৩ রানে চার উইকেট হারানো অজিরা চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৫ রান যোগ করতে পারে। হাফসেঞ্চুরি দূরের কথা কেউ ২০ রানের বেশি করতে পারেনি।
ইংলিশদের হয়ে ২২ ওভারে সাত মেডেনসহ ৪৩ রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নেন অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করলেন অভিজ্ঞ এ পেসার। চার উইকেট পান ওকস। বাকি উইকেটটি ক্রেইগ ওভারটনের দখলে যায়।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ