সিরি আ’য় ১৫ ম্যাচে করেছেন ১৬ গোল নিয়ে দুর্দান্ত ফর্মে আছেন ইন্টার মিলান স্ট্রাইকার মাউরো ইকার্দি। আর তার এই নৈপুণ্য মোটেও এড়িয়ে যায়নি রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। ইন্টারের আর্জেন্টাইন এই তারকাকে দলে ভেড়াতে এরই মধ্যে দেনদরবার চালিয়ে যাচ্ছে তারা।
এ ব্যাপারে স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও গোল জানাচ্ছে, আগামী মৌসুমে নেইমার ও ইকার্দিকে দলে ভেড়াতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল। গেলো গ্রীষ্মে কিলিয়ান এমবাপ্পেকে টানতে চেয়েছিল ক্লাবটি। তবে সেই যাত্রায় ব্যর্থ হয় লস ব্লাঙ্কোজরা। এবার আর ভুল করতে চান না তারা।
সংবাদমাধ্যমটি আরও জানাচ্ছে, ইকার্দির জন্য বাজেটও নির্ধারণ করে ফেলেছে রিয়াল। আর্জেন্টাইন উঠতি সেনসেশনকে ৯০ মিলিয়ন ইউরোতে ডেরায় ভেড়াতে চাচ্ছে বিশ্বের অন্যতম ধনী ক্লাবটি।
তবে একে গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছেন ইন্টার ক্রীড়া পরিচালক পিয়েরো অসিলিও, ‘ইকার্দি কোথাও যাচ্ছে না। ইতালিতেই থাকছে। প্রতাপশালী ক্লাবটি তার ওপর পাখির চোখ করে রাখতে পারে। তবে তা স্বপ্নই থেকে যাবে।’
উল্লেখ্য, চলতি মৌসুমে পুরোপুরি এলোমেলো রিয়াল। গোলখরায় ভুগছেন করিম বেনজেমা, ক্রিশ্চিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল। তিনজন মিলে লা লিগায় করেছেন মাত্র ছয় গোল। আর এরই মধ্যে পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে আট পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ