বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কোচ হতে সাক্ষাৎকার দিতে আসছেন ইংল্যান্ডের রিচার্ড পাইবাস। মঙ্গলবার তার ঢাকায় আসার কথা রয়েছে। ২০১২ সালে টাইগারদের পাঁচ মাস কোচিং করিয়েছিলেন তিনি। ওই সময় তিনি অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল-এর স্থলাভিষিক্ত হন। তবে প্রশাসনে হস্তক্ষেপের জন্য ওই সময় সমালোচিত হতে হয় তাকে।
টাইগারদের কোচ বাছাইয়ে বেশ কয়েকজন আগ্রহ দেখিয়েছেন। পাইবাসই প্রথম সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন। তবে আগ্রহী অন্যদেরও সাক্ষাৎকার নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে আছেন পাইবাস। ২০১৩ সালের অক্টোবর থেকে তিনি এ দায়িত্বে আছেন। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান দলের কোচিংয়ের দায়িত্বও পালন করেছেন পাইবাস।
বিডি প্রতিদিন/৫ ডিসেম্বর, ২০১৭/ফারজানা