শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ডাক এল না যুবরাজ সিংয়ের। বরং নির্বাচকমণ্ডলীরা যুবির বদলে ওয়াশিংটন সুন্দর, দীপ হুডা, মহম্মদ সিরাজ, বাসিল থাম্পি এবং জয়দেব উনাদকরদের মতো তরুণ ক্রিকেটারদের দলে সুযোগ দিয়েছেন।
যুবরাজ প্রসঙ্গে নির্বাচক প্রসাদ জানান, "আমি খুশি যে তিনি (যুবরাজ সিং) ফিটনেস টেস্ট পাশ করেছেন। আমরা আগামী সময়ে তাঁকে নিয়ে ভাবব।"
যুবরাজ অবশ্য তাঁর কামব্যাক নিয়ে আশাবাদী। যুবরাজের কথায়, "আমি ফেল করেছি এটা বলতে আমার কোনও লজ্জা নেই। এর আগে তিনবার আমি ফেল করেছি। এবার আমি পাশ। ১৭ বছর পরেও আমি ফেল করে যাচ্ছি। ফেল করা নিয়ে আমি কখনও ভয় হয়নি। জীবনের চড়াই উতরাই দিয়ে যেতে হয়েছে আমাকে। জীবনে সাফল্য পেতে হলে পরাজয়ের সরণি দিয়েও হাঁটতে হয়।"
বিডিপ্রতিদিন/ ৫ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান