ভারতীয় মহিলা ‘এ’ দলের কাছে ৫ উইকেটে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারলো বাংলাদেশ নারী ‘এ’ দল। মঙ্গলবার হবলির কেএসসিএ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রুমানা। দুই অর্ধশতকে সংগ্রহটা দাঁড়ায় ৭ উইকেটে ১৯৫ রান।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এসেছে লতা মণ্ডলের ব্যাট থেকে। ১২০ বলে ৭১ রান করেন লতা। অধিনায়ক রুমানা করেন দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ রান। এ রান করতে অধিনায়ক বল খরচ করেন ৮৩টি। বাংলাদেশের ইনিংসে আউট ৭ ব্যাটসম্যানের মধ্যে ৪ জনই ফিরেছেন রান আউট হয়ে।
জবাব দিতে নেমে ৪৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন এনএম চৌধুরী।
একটি করে উইকেট পেয়েছেন সালমা খাতুন, খাদিজা তুল কুবরা ও অধিনায়ক রুমানা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে আগামী শুক্রবার।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম