হারলেও গোলপার্থক্যের নিরিখে শেষ ষোলোয় যাওয়া আটকাতো না। তবে ঘরের মাঠে বিধ্বস্ত হলে প্রি-কোয়ার্টারের আগে ম্যানচেস্টার ইউনাইটেডের আত্মবিশ্বাসে ধাক্কা লাগত নিশ্চিত। যদিও তেমন পরিস্থিতি তৈরি হওয়ার অবকাশ দেয়নি মোরিনহোর ছেলেরা। নিজেদের দুর্গে পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন্স লিগের শেষ গ্রুপ ম্যাচে সিএসকেএ মস্কভাকে ২-১ গোলে পরাস্ত করে রেড ডেভিলসরা এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটের পথে পা বাড়ায়।
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ৪৫ মিনিটের মাথায় ভিতিনহোর গোলে এগিয়ে যায় মস্কভা। দ্বিতীয়ার্ধে দু'মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যানচেস্টারের জয় নিশ্চত করেন লুকাকু ও রাশফোর্ড। ৬৪ মিনিটে লুকাকুর গোলে ম্যাচে সমতা ফেরায় ম্যান ইউ। ৬৬ মিনিটের মাথায় রাশফোর্ডের পা থেকে আসে দলের জয়সূচক গোলটি।
মস্কভার বিরুদ্ধে জয়ের ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের শীর্ষে থাকা নিশ্চিত করে ম্যানচেস্টার। অপর ম্যাচে বেনফিকাকে ২-০ গোলে হারিয়ে এফসি বাসেল 'এ' গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে নকআউটের টিকিট পকেটে পোরে। ৬ ম্যাচে তাদের সংগৃহীত পয়েন্ট দাঁড়ায় ১২৷
ম্যানচেস্টারের কাছে হারলেও উয়েফা ইউরোপা লিগে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়ে যায় মস্কভা।
'এ' গ্রুপ
ম্যান ইউ- ৬ ম্যাচে ১৫ পয়েন্ট
বাসেল- ৬ ম্যাচে ১২ পয়েন্ট
মস্কভা- ৬ ম্যাচে ৯ পয়েন্ট
বেনফিকা- ৬ ম্যাচে ০ পয়েন্ট
বিডি প্রতিদিন/০৬ ডিসেম্বর ২০১৭/আরাফাত