লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো একে অপরের প্রতিদ্বন্দ্বী। শত্রুতা নেই দু'জনের, কিন্তু গলায় গলায় ভাবও নেই। ভবিষ্যতেও যে তা হওয়ার সম্ভাবনা খুবই কম তাও দু'জনে জানিয়েছেন। মাঠের নৈপুন্যে কে কাকে পেছনে ফেলবেন সব সময় সে চেষ্টায় থাকেন তারা।
অথচ মেসিকেই নিজের আইডল ভাবেন রোনালদোর ছেলে! সম্প্রতি রোনালদো জুনিয়রের নামে খোলার একটি ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্ট থেকেই মিলেছে এই বিস্ফোরক তথ্য। সেখানে লেখা ছিল, 'ধন্যবাদ আমার আইডল, লিও মেসি।' সঙ্গে মেসির সঙ্গে রোনালদো জুনিয়রের একটি ছবিও পোস্ট করা হয়।
পরে অবশ্য জানা গেছে সবই ভুয়া। সেই পোস্ট মুছে ফেলা হয়েছে। অ্যাকাউন্টটিও সত্যিকারের রোনালদো জুনিয়রের নয়। অন্য কেউ তার নাম ভাঙিয়ে মজা করে এটা করেছে। সূত্র : গোল ডট কম
বিডি প্রতিদিন/৬ ডিসেম্বর, ২০১৭/ফারজানা